২৭ মার্চ ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, গাজীপুর শাখার সহযোগিতায় ‘হালকা প্রকৌশল শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও সম্ভাবনা’ সেমিনার আয়োজন।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. এ কে এম মাসুদ, অধ্যাপক, আইপিই বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পরিচালক পর্ষদ সদস্য, এসএমই ফাউন্ডেশন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মনির হোসেন নিজামী সভাপতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, গাজীপুর জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মো. কামরুজ্জামান কম্পোনেন্ট কোর্ডিনেটর, প্রোডাকটিভিটি ইনহেন্সমেন্ট প্রোগ্রাম, ইসিফোরজে প্রজেক্ট, বাণিজ্য মন্ত্রণালয়। উক্ত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ড. আব্দুল গফুর, চীফ সায়েন্টিফিক অফিসার (অব.) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর এবং প্রকৌশলী ড. মো. জালাল উদ্দিন, পিইঞ্জ, পরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)।
সেমিনারে হালকা প্রকৌশল শিল্পের রপ্তানি বিকাশের উপর বিস্তারিত আলোচনা করা হয়। হালকা প্রকৌশল শিল্প উন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা ও উত্তরণের কৌশল নিয়ে আলোচনাসহ হালকা প্রকৌশল শিল্প বিকাশে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি, আধুনিক মেশিনারি ও সরঞ্জামাদিসহ আনুষঙ্গিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারটিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, গাজীপুর জেলা শাখার হালকা প্রকৌশল শিল্পের ৮০জন উদ্যোক্তা প্রতিনিধি অংশগ্রহণ করেন।