Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০২৩

২৫ মে ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2023-05-25

২৫ মে ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম; উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব কাজী রফিকুল হাসান এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। এ ছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/অনুষদের শিক্ষকবৃন্দ, উদ্যোক্তা উন্নয়ন সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, এসএমই শিল্পোদ্যোক্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার অনুষ্ঠানের শুরুতে YESS কর্মসূচির উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। কর্মপরিকল্পনা অনুযায়ী YESS কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্তপর্বের শিক্ষার্থী হতে আগামী তিনবছরে অন্তত ১০০০ জনকে উদ্যোক্তা ও স্টার্টআপ হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার কথা উল্লেখ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশ এর অধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।