১৯ ডিসেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন 'রিভলভিং তহবিল' থেকে নাটোরে বিভিন্ন শিল্প ক্লাস্টার (লাইট ইঞ্জিনিয়ারিং, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত ও অ্যাগ্রো প্রসেসিং) এর উদ্যোক্তাসহ ক্ষুদ্র ও নারী-উদ্যোক্তাদের অর্থায়নের উদ্দেশ্যে ‘এসএমই উদ্যোক্তা-ব্যাংকার ঋণ ম্যাচমেকিং ও মতবিনিময়’ কর্মসূচি আয়োজন।
প্রকাশন তারিখ
: 2022-12-19
১৯ ডিসেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন 'রিভলভিং তহবিল' থেকে নাটোরে বিভিন্ন শিল্প ক্লাস্টার (লাইট ইঞ্জিনিয়ারিং, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত ও অ্যাগ্রো প্রসেসিং) এর উদ্যোক্তাসহ ক্ষুদ্র ও নারী-উদ্যোক্তাদের অর্থায়নের উদ্দেশ্যে ‘এসএমই উদ্যোক্তা-ব্যাংকার ঋণ ম্যাচমেকিং ও মতবিনিময়’ কর্মসূচি আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের পরিচালক জনাব মির্জা আব্দুল মান্না। ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর মহাব্যবস্থাপক জনাব মো. আতিকুল ইসলাম।
সভায় ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জনাব সাজু বড়ুয়া ফাউন্ডেশনের রিভলভিং তহবিলের আওতায় বাস্তবায়নাধীন ঋণ কর্মসূচি বিষয়ে উপস্থিত উদ্যোক্তাদেরকে ধারণা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে কর্মসূচিতে উদ্যোক্তা উন্নয়ন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন ক্লাস্টারের উদ্যোক্তাগণ, জেলা চেম্বার, উইমেন চেম্বার ও নাসিব-এর প্রতিনিধি, অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।