৪ জুন ২০২৩ এসএমই ফাউন্ডেশন ও চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক খাতে চট্টগ্রাম অঞ্চলের ব্যাংকার ও উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রকাশন তারিখ
: 2023-06-04
৪ জুন ২০২৩ এসএমই ফাউন্ডেশন ও চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক খাতে চট্টগ্রাম অঞ্চলের ব্যাংকার ও উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা। চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট (ইন-চার্জ) মিসেস আবিদা মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন। এছাড়াও উন্মুক্ত আলোচনায় আরো অংশগ্রহণ করেন বুরো বাংলাদেশ, চট্টগ্রাম এর প্রধান; তথ্য ও প্রযুক্তি বিভাগ, চট্টগ্রামের প্রতিনিধি, উদ্যোক্তা প্রতিনিধি এবং এসএমই ক্লাস্টারের নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাংকার এবং উদ্যোক্তা উভয় পক্ষকেই স্মার্ট হতে হবে। এজন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাঁদের সেবাসমূহ প্রযুক্তি নির্ভর ও সহজলভ্য করে উদ্যোক্তাদের মধ্যে পৌঁছে দিতে হবে এবং একই সাথে উদ্যোক্তারা যাতে এসকল সেবা দ্রুততার সাথে গ্রহণ করতে পারে সে লিটারেসি থাকতে হবে।
সেমিনারে চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট অংশীজনেরা বিশেষ করে উদ্যোক্তা উন্নয়ন নিয়ে কাজ করে এরুপ প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি, গণমাধ্যম ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।