০৭-১৩ ফেব্রুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় বরিশাল বিভাগীয় এসএমই পণ্যমেলা ২০২৫ আয়োজন।
নগরীর বেলস পার্ক মাঠে ০৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল থেকে বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন, চেম্বারের পরিচালক জিএম আতায়ে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদ, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ লিলি। মেলা ১৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।