Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২৪

১৫ জানুয়ারি ২০২৩ আঞ্চলিক পর্যায়ে নারী-উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশে ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগ এবং এসএমই ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং-এর যৌথ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-01-15

১৫ জানুয়ারি ২০২৩ আঞ্চলিক পর্যায়ে নারী-উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশে ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগ এবং এসএমই ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং-এর যৌথ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত।

সভায় নারী-উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ বৃদ্ধিতে সহায়তা প্রদানের জন্য উভয় পক্ষ চলমান যৌথ কার্যক্রম বৃদ্ধির বিষয়ে একমত প্রকাশ করে। চলতি অর্থবছরে যৌথভাবে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের একটি রূপরেখা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভাগের পরিচালক জনাব মো. আশিকুর রহমান, অতিরিক্ত পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান ও জনাব মু. মঞ্জুরুল ইসলাম ও বিভাগের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এসএমই ফাউন্ডেশনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান।