Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০২২

১৮ মে ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় তাঁতপল্লী পরিদর্শন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময়।


প্রকাশন তারিখ : 2022-05-18
১৮ মে ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় তাঁতপল্লী পরিদর্শন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময়।
বাণিজ্য মন্ত্রণালায়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-ক্যাব এর উদ্যোগে ডিজিটাল পল্লী স্থাপনের লক্ষ্যে ১৮ মে ২০২২ মানিকগঞ্জের সাটুরিয়া তাঁতপল্লীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান। ইন্টারনেট, লজিস্টিক, ডিজিটাল পেমেন্ট, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান, ক্রস বর্ডার ইকো সিস্টেম তৈরিসহ বিভিন্ন বিষয়ে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে তৈরি করা হবে এই মডেল ভিলেজ।
এসএমই ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল তাঁতপল্লী পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।
মানিকগঞ্জ শহর থেকে ২৩ কিলোমিটার উত্তরে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে এই তাঁতপল্লীটি অবস্থিত। তাঁতপল্লীর প্রায় ২৫০ পরিবারের প্রায় ১০০০ মানুষ এ শিল্পের সাথে জড়িত। এখানকার তাঁতীরা প্রধানতঃ কাতান, জামদানী, এনডি কটন, এনডি সিল্ক, সুতি শাড়ী, থ্রি পিস, ওড়না, ধুপিয়ান, বেনারসী, গামছা, হাফ সিল্ক, লুঙ্গী ইত্যাদি পণ্য তৈরি করেন। মতবিনিময় সভায় উদ্যোক্তারা তাঁতপল্লীতে বিদ্যমান নানবিধ সমস্যা তুলে ধরার পাশাপাশি সমস্যা থেকে উত্তরনে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।