Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২২

২৪ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন ‘রিভলভিং তহবিল’ থেকে ঋণ বিতরণের লক্ষ্যে ‘বিইএমএমএ সদস্য উদ্যোক্তা-ব্যাংকার ঋণ ম্যাচমেকিং’ সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-10-24

২৪ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন ‘রিভলভিং তহবিল’ থেকে ঋণ বিতরণের লক্ষ্যে ‘বিইএমএমএ সদস্য উদ্যোক্তা-ব্যাংকার ঋণ ম্যাচমেকিং’ সভা আয়োজন।

ঢাকার শ্যামপুর-জুরাইন-কদমতলী ও আশপাশের এলাকায় অবস্থিত বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ) এর সদস্য উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প সুদে জামানতবিহীন ঋণ প্রদানের উদ্দেশ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। বিইএমএমএ-এর সভাপতি জনাব মোহাম্মদ আফতাব জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. মাসুম বিল্লাহ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিইএমএমএ এর সদস্য উদ্যোক্তা, অংশীদার ব্যাংকের প্রতিনিধিবৃন্দ ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।