Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd নভেম্বর ২০২৩

০১ নভেম্বর ২০২৩ দেশের এসএমই উন্নয়ন বিশেষ করে নারী-উদ্যোক্তা উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতে কর্মসূচির ব্যাপ্তি সম্প্রাসরণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং বিশ্বব্যাংক প্রতিনিধিদের মধ্যে সভা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2023-11-01
০১ নভেম্বর ২০২৩ দেশের এসএমই উন্নয়ন বিশেষ করে নারী-উদ্যোক্তা উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতে কর্মসূচির ব্যাপ্তি সম্প্রাসরণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং বিশ্বব্যাংক প্রতিনিধিদের মধ্যে সভা অনুষ্ঠিত।
সভায় নারী-উদ্যোক্তাদের পণ্যের কর্পোরেট বাজার সংযোগের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং বিশ্ব ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠিত ভার্চুয়াল প্লাটফর্ম 'SMEF Suppliers Platform for Women Entrepreneurs'কে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।
সভায় এসএমই ফাউন্ডেশন এবং বিশ্ব ব্যাংক উদ্যোগে দেশের এসএমই উদ্যোক্তাদের তথ্য ভাণ্ডার তৈরি, বিভিন্ন শিল্প ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন এবং জাতীয় নারী-উদ্যোক্তা সম্মেলন আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়। এছাড়া ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম সম্প্রসারণের বিষয়ে বিশ্ব ব্যাংক কর্তৃক সহায়তার সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে মর্মে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল এসএমই ফাউন্ডেশনকে আশ্বস্ত করে। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে এসএমই উন্নয়ন বিশেষ করে নারী-উদ্যোক্তা উন্নয়নে ফাউন্ডেশন এবং বিশ্ব ব্যাংকের যৌথ কর্মসূচিসমূহ সর্বোচ্চ গুরুত্ব সহকারে বাস্তবায়ন করা হবে।
সভায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক ফারজানা খান এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হুসনা ফেরদৌস সুমী, জেন্ডার কোঅর্ডিনেটর Anja Robakowski, কনসালটেন্ট Noa Gimelli উপস্থিত ছিলেন। সভায় এসএমই ফাউন্ডেশন ও ইনোভিশন কন্সালটিং ফার্মের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।