১৭ নভেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইন্সটিটিউট অব এসএমই ফাউন্ডেশনে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের জন্য 'এসএমই উদ্যোক্তাদের আমদানি-রপ্তানি বিষয়ক সম্যক ধারণা প্রদান' কর্মশালা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-11-17
১৭ নভেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইন্সটিটিউট অব এসএমই ফাউন্ডেশনে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের জন্য 'এসএমই উদ্যোক্তাদের আমদানি-রপ্তানি বিষয়ক সম্যক ধারণা প্রদান' কর্মশালা আয়োজন।
কর্মশালায় সেশন পরিচালনা করেন জনাব মো: সিরাজুল ইসলাম, উপনিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়। ইনকিউবেটি ছাড়াও কয়েকজন সম্ভাবনাময় উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় আমদানি ও রপ্তানি বিষয়ে ইনকিউবেটি উদ্যোক্তাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের দায়িত্ব ও কার্যাবলী সম্পর্কে আলোকপাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী।