Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০২৪

০২-২১ মে ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার হাজারীবাগে ২০ দিনব্যাপী ‘বহুমুখী চামড়াজাত পণ্য তৈরি’ প্রশিক্ষণ আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-05-02

০২-২১ মে ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার হাজারীবাগে ২০দিনব্যাপী ‘বহুমুখী চামড়াজাত পণ্য তৈরি’ প্রশিক্ষণ আয়োজন।

প্রশিক্ষণ উদ্বোধন করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) জনাব সালাহউদ্দিন মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক উদ্যোক্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় শতাধিক আবেদনপত্র হতে যাচাই বাছাই শেষে দেশের বিভিন্ন জেলার ৩২জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উদ্যোক্তাদের জুতা, বেল্ট, ব্যাগ, মানিব্যাগ, চাবির রিং, জায়নামাজসহ বিভিন্ন ধরণের চামড়াজাত পণ্য উৎপাদন হাতে-কলমে শেখানো হবে। এসব পণ্য উৎপাদন প্রক্রিয়ার পাশাপাশি বাজারজাতকরণ কৌশল, কাঁচামাল সোর্সিং, কমপ্লায়েন্সসহ বিভিন্ন বিয়য়ে সম্যক ধারণা প্রদান করা হবে। ফাউন্ডেশনের প্রশিক্ষকপুল হতে এই সেক্টরের বাছাইকৃত সেরা ৬জন প্রশিক্ষক এই প্রশিক্ষণটি পরিচালনা করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হবে।