Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২০

কোভিড-১৯ প্রেক্ষাপটে এসএমই খাতের প্রভাব উত্তরণে এসএমই ফাউন্ডেশন এবং এফইএস বাংলাদেশ -এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2020-09-24

কোভিড-১৯ প্রেক্ষাপটে এসএমই খাতের প্রভাব উত্তরণে এসএমই ফাউন্ডেশন এবং এফইএস বাংলাদেশ -এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

বাংলাদেশের এসএমই খাতে কোভিড-১৯ এর ক্ষতি উত্তরণে ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, বিকাল ৩টায় এসএমই ফাউন্ডেশন এবং জার্মান সংস্থা এফইএস বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ওয়েবিনার। অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ এ অনুষ্ঠিত ওয়েবিনারে আলোচনার বিষয় ছিল ‘The Pendamic and SMEs: Shock-absorbing policy measure and future debates impacts in Bangladesh and Lessons from responses around the World’।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম। দুই পর্বে  আয়োজিত ওয়েবিনারের প্রথম পর্বে আলোচনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ ড. আতিউর রহমান। ওয়েবিনারের দ্বিতীয় পর্বে আলোচনায় প্রধান আলোচক ছিলেন  জার্মানির ক্র্যাফট ইন্ডাসিট্র ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ার মাইকেল রজলার। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করীম মুন্না, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অর্গানাইজেশন স্ট্রাটেজি অ্যান্ড লিডারশীপ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ, বার্লিন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড ল’র এমিরেটাস অধ্যাপক ড. হ্যান্সজর্গ হার এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্টাস্ট্রির সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলী। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফইএস বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি মিস টিনা ব্লুম।