প্রথমবারের মতো আয়োজিত ২০দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত রাধাবতী দেবী প্রশিক্ষক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী।
উল্লেখ্য, প্রশিক্ষণ চলাকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) জনাব সৈয়দা জোহরা আলাউদ্দিন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
প্রশিক্ষণে মণিপুরী সম্প্রদায়ের ৩০জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উদ্যোক্তাগণ কলাগাছের সুতা দিয়ে ৪/৫ টি মণিপুরী শাড়ি প্রস্তুত করেন, যা সমাপনী দিনে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।