মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সিএমএসএমই খাতের জন্য ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দকৃত ২০০ (দুইশত) কোটি টাকা প্রান্তিক পর্যায়ের অভীষ্ট উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণের লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর ২০২১ পর্যটন ভবনস্থ শৈলপ্রপাত মিলনায়তনে ‘অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান’ আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. এ. মান্নান এমপি, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়; জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; জনাব জাকিয়া সুলতানা, সচিব, শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান। প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের উদ্দেশ্যে অনুষ্ঠানে ১৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিনামা স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, সাধারণ পর্ষদের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।