Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২৪

১৮ সেপ্টেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় ও ঋণ ম্যাচমেকিং কর্মসূচি আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-09-19

১৮ সেপ্টেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় ও ঋণ ম্যাচমেকিং কর্মসূচি আয়োজন।


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রামনগর ইউনিয়নে অবস্থিত সম্ভাবনাময় মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় ও ঋণ ম্যাচমেকিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ, বাংলাদেশ ব্যাংক। উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার এবং উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা।
কর্মসূচিতে মণিপুরি তাঁত শিল্পের ২৫জন উদ্যোক্তা ও শ্রীমঙ্গল উপজেলার ১৫টি ব্যাংক এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
রামনগর উপজেলায় বসবাসরত আদিবাসীদের মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায়। এ সম্প্রদায়ের ৯৫ শতাংশ নারী তাঁত শিল্পের কাজে নিয়োজিত। দীর্ঘদিন ধরে সুনিপণ দক্ষতায় তাঁত শিল্পে সম্প্রদায়টি কাজ করে আসলেও কোনরূপ ঋণ সহযোগিতা না পাওয়ায় তারা কাঙ্ক্ষিত উৎপাদন পরিচালনা করতে পারছেনা। সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন রিভলভিং ফান্ড হতে ঋণ বিতরণ বিষয়ে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের লোন বিষয়ক বিশেষ সুবিধাসমূহ সম্পর্কে অবহিত করা হয় এবং উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ বিতরণের জন্য উপস্থিত ব্যাংকগুলোকে দিক নির্দেশনা প্রদান করা হয়।