Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০২৪

০৫-০৭ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সহযোগিতায় হবিগঞ্জে ‘আধুনিক লেদ ও ওয়েল্ডিং টেকনোলজি‘ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-12-08

০৫-০৭ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সহযোগিতায় হবিগঞ্জে ‘আধুনিক লেদ ও ওয়েল্ডিং টেকনোলজি‘ কর্মশালা আয়োজন।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ খালেদুজ্জামান তালুকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমতি, হবিগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট জনাব মো. ফারুক মিয়া, সেক্রেটারি জনাব মো. উজ্জ্বল মিয়া।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, হবিগঞ্জ জেলার অফিস কক্ষে আয়োজিত কর্মশালায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উদ্যোক্তা, ওয়েল্ডিং সেক্টরের কারিগর, লেদ মেশিন টার্নার এবং টেকনিশিয়ানসহ ৩৬জন অংশগ্রহণ করেন। কর্মশালার ১ম ও ২য় দিন ওয়েল্ডিং কী, প্রকারভেদ, ওয়েল্ডিং ইকুইপমেন্ট পরিচিতি ও ব্যবহার প্রদর্শন, আর্গন ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং আর্ক প্রস্তুতকরণ, ওয়েল্ডিং হেড ব্যবহার প্রভৃতি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়। ৩য় দিন লেদ, টার্নিং মেশিন ব্যবহার পদ্ধতি, সেফটি ইকুইপমেন্ট পরিচিতি ও ব্যবহার প্রদর্শন, লেদ মেশিন টুলস ব্যবহার ও জব মেজারমেন্ট, মিলিং মেশিং টুলস ব্যবহার ও জব মেজারমেন্ট পদ্ধতি শেখানো ও ব্যবহারিক প্রদর্শন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনে ওয়েল্ডিং সংশ্লিষ্ট নানবিধ বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে কলমে অনুশীলন করেন। কর্মশালায় রিসোর্স পার্সন ও ডেমোনেস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করেন মীর মো. আনিসুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, বিটাক; জনাব মো. নোমানুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিটাক; জনাব মো.আবুল কালাম আজাদ, সিনিয়র টেকনিশিয়ান, বিটাক এবং জনাব মো. রফিকুল ইসলাম রনি, টেকনিশিয়ান, বিটাক।