Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০২৩

১৭-২১ ডিসেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার মিরপুর বেনারশী ক্লাস্টারে 'বেনারশী পণ্যের ডিজাইন ও মানোন্নয়ন' প্রশিক্ষণ আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-12-21
১৭-২১ ডিসেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার মিরপুর বেনারশী ক্লাস্টারে 'বেনারশী পণ্যের ডিজাইন ও মানোন্নয়ন' প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে ঐতিহ্যবাহী বেনারশীর মোটিফের সাথে জামদানি মোটিফের ফিউশন ও কালার কম্বিনেশনের মাধ্যমে বেনারশী পণ্যের ডিজাইন যুগোপযোগী করা এবং পণ্যের বৈচিত্র্য আনয়নে গুরুত্বারোপ করা হয়। মিরপুর বেনারশী পল্লীর ৩১জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান। তিনি বেনারশী পণ্যের সম্ভাবনাময় বাজার কাজে লাগানো এবং ঐতিহ্যবাহী ডিজাইনের পাশাপাশি ভিন্নধর্মী পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব আবু মঞ্জুর সাঈফ, সহকারী মহাব্যবস্থাপক জনাব রাহুল বড়ুয়া ও উপব্যবস্থাপক জনাব সালমা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেনারশী ওয়েল ফেয়ার কমিউনিটির প্রেসিডেন্ট জনাব শামীম আখতার সিদ্দিকী।