Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২১

১১ ফেব্রুয়ারি ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অনলাইনে ‘এসো উদ্যোক্তা হই’ শিরোনামে নতুন নারী-উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহ প্রদানমূলক কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2021-02-11

১১ ফেব্রুয়ারি ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অনলাইনে ‘এসো উদ্যোক্তা হই’ শিরোনামে নতুন নারী-উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহ প্রদানমূলক কর্মশালা আয়োজন।

 

১১ ফেব্রুয়ারী ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসো উদ্যোক্তা হই’ শিরোনামে নতুন নারী-উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহ প্রদানমূলক কর্মশালা আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তা হতে আগ্রহীরা জুম প্লাটফর্মের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন। কর্মশালায় ৪জন প্রতিষ্ঠিত উদ্যোক্তা নতুনদের উদ্দেশ্যে নিজেদের সফলতার পেছনের গল্প উপস্থাপন করেন এবং নতুনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব গাজী তৌহিদুর রহমান,স্বত্তাধিকারী, এফএম প্লাষ্টিকস, মিসেস আবিদা সুলতানা, ব্রাইডাল ক্রিয়েশনস, জনাব আল শাহরিয়ার আহমেদ,এমডি, ইনডেট গ্রপ, মিজ সাদিকা তাসনীম, প্রতিষ্ঠাতা, পঞ্জরঙ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ফাউন্ডেশনের  ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মোঃ মফিজুর রহমান। এ সময় ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং এর মহাব্যবস্থাপক মিসেস ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদূর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।