১৭ এপ্রিল ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টারের প্রতিনিধিদের নিয়ে যশোর লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টারে আন্তঃক্লাস্টার কার্যপরিচিতি ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টারের ১১জন উদ্যোক্তা যশোর লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টারের বিভিন্ন ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং পণ্য, টেকনোলোজি, কাঁচামাল, পণ্য ও কাঁচামালের বাজার, উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। পরিদর্শনের পাশাপাশি উভয় ক্লাস্টারের উদ্যোক্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা সভাপতি জনাব মো. আশরাফুল ইসলাম বাবু, সেক্রেটারি জনাব মো. হারুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি জনাব মো. সিরাজ খান মিন্টু সহ প্রায় ৪০জন উদ্যোক্তা ও প্রতিনিধি। এক্সপোজার ভিজিট কর্মসূচি ক্লাস্টারসমূহের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টির পাশাপাশি পণ্য, কাঁচামাল, টেকনোলোজি হস্তান্তরে বিশেষ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়।