০৬ ফেব্রুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসএমই’তে কাইজেন: উৎপাদনশীলতা উন্নয়ন’ সচেতনতামূলক কর্মশালা আয়োজন।
বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ ‘এসএমই’তে কাইজেন: উৎপাদনশীলতা উন্নয়ন’(KAIZEN in SME’s: Productivity Development) সচেতনতামূলক কর্মশালায় লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, চামড়াজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, অটোমবাইলসহ বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা/ প্রতিনিধি ও কাইজেন বিশেষজ্ঞসহ ৬৫জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর পরিচালক ড. মো. জালাল উদ্দিন, পিইঞ্জ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর পরিচালক জনাব মো. আবু সাঈদ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন।
বাংলাদেশের এমএসএমই শিল্পের উৎপাদনশীলতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন সচেতনতা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, কাইজেন প্রয়োগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফাউন্ডেশন কর্তৃক ২০১৩-১৪ হতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৬৯টি এমএসএমইকে কারিগরি সহযোগিতা, ৪১০জন উদ্যোক্তা/ প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদান এবং ৩১টি কাইজেন প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান অর্থবছরে JICA এর কারিগরি সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন কর্তৃক ‘এসএমই-তে কাইজেন’ (KAIZEN in SMEs) কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠান সমূহের উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ২০২৪-২৮ সাল পর্যন্ত ‘কাইজেন’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে ‘Industrial Competitiveness Enhancement Project in the People’s Republic of Bangladesh: Output 3 and 4’ বিষয়ে আলোচনা করেন Mr. Yuta Noguchi, Deputy Team Leader of JICA এবং এসএমই খাতের উন্নয়নে কাইজেন বাস্তবায়নের গুরত্ব তুলে ধরেন Mr. Kenji HIDA, Quality and Productivity Improvement Specialist, JICA.
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মূল প্রবন্ধ উপস্থাপনা জনাব মো. আরিফুর রহমান ভুঁইয়া, চিফ কর্ডিনেটর, LFMEAB এবং প্যানেল আলোচনা করেন জনাব মুহাম্মদ আরিফুজ্জামান, পরিচালক, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় এবং জনাব আব্দুল্লাহ আল ফারাবী, কর্ডিনেটর, LFMEAB. অনুষ্ঠানে উৎপাদনশীলতা উন্নয়নের প্রয়োজনীয়তা ও কলাকৌশল, বৈশ্বিক উৎপাদনশীলতা পরিস্থিতি ও করণীয় এবং এসএমই ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং গত অর্থবছরে কাইজেন এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় কাইজেন বাস্তবায়ন করেছেন এমন ৭টি প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।