Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০২৪

২৬ মে ২০২৪ গোপালগঞ্জে এসএমই ফাউন্ডেশন এবং ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ নারী-উদ্যোক্তাদের অর্থায়ন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ আলোচনা ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-05-27

২৬ মে ২০২৪ গোপালগঞ্জে এসএমই ফাউন্ডেশন এবং ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ নারী-উদ্যোক্তাদের অর্থায়ন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ আলোচনা ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা আয়োজন।

নারী-উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক অর্থায়নের জন্য নারী-উদ্যোক্তাদের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে যৌথ উদ্যোগে কাজ করছে এসএমই ফাউন্ডেশন এবং ব্র্যাক ব্যাংক। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে সারা দেশে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গোপালগঞ্জে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল গ্রোগ্রামস্ বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ আশিকুর রহমান। ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের যুগ্ম পরিচালক জনাব শাহনাজ পারভীন। ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় গোপালগঞ্জের পাঁচটি উপজেলা থেকে প্রায় ১০০জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
পরে এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং তাঁর ও পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।