Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২৫

১৩ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে এসএমই বান্ধব নীতি-কৌশল পর্যালোচনা’ পরামর্শ সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-01-14
১৩ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে এসএমই বান্ধব নীতি-কৌশল পর্যালোচনা’ পরামর্শ সভা আয়োজন।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি খাতের ২৬জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট খাতের রপ্তানি সম্পর্কিত বিদ্যমান বিভিন্ন নীতি পর্যালোচনার পাশাপাশি রপ্তানিতে এ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করেন সফল উদ্যোক্তা ও পরামর্শক মিতা বোস, ব্যবস্থাপনা পরিচালক, গুজ লিমিটেড। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র পরিচালক (পণ্য) জনাব মো. শাহজালাল এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (Foreign Exchange Policy Department) জনাব সাগুফ্তা ইকবাল সম্ভাব্য নীতি সহায়তার বিষয়ে উদ্যোক্তাদের অবহিত করেন। ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মৌসুমী রায়, উপব্যবস্থাপক জনাব মঈনুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক জনাব মো. আলমগীর হোসাইন সভায় উপস্থিত ছিলেন।