০৮ জানুয়ারি ২০২৫ রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নতুন নারী-উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘Students Heed to Entrepreneurship (SHE)’ কর্মশালা আয়োজন।
কর্মশালায় রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর ও অন্যান্য অতিথিসহ ২০০জন অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন স্বীয় ক্ষেত্রে সফল তিনজন নারী-উদ্যোক্তা জনাব নিলুফার ইয়াসমিন নীলা, স্বত্ত্বাধিকারী এস এন ফ্যাশন, জনাব নিশাত মাসফিকা, ব্যবস্থাপনা পরিচালক, রেইনড্রপস টেক এবং ফাউন্ডার দেশজ ক্রাফটস এবং জনাব হানিয়ম মারিয়া চৌধুরী, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, তাহুর । তাঁরা তাঁদের ব্যবসায়িক পথ পরিক্রমার চ্যালেঞ্জ ও সাফল্যগাঁথা তুলে ধরেন। কর্মশালায় Nasa International Space Apps Challenge 2023 world Champion টিম অংশগ্রহণকারীদের সাথে তাদের উদ্যোগ এবং world Champion হওয়ার পথ পরিক্রমা আলোচনা করে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেন।
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন, সহকারী ব্যবস্থাপক জনাব ইমরাত ই জান্নাত ইমু, রাজশাহী অঞ্চলের নারী-উদ্যোক্তা আফরোজা আজিজ মুন্নী, নারী-উদ্যোক্তা সংগঠক জনাব আঞ্জুম আরা পারভীন এবং রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ, প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে তাঁদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা তৈরিতে বিভিন্ন উৎসাহ প্রদানমূলক কর্মশালা আয়োজন করে আসছে।