Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০২৩

১১-১২ জুন ২০২৩ তারিখে এসএমই ফাউন্ডেশন ও আইডিএলসি ফাইন্যান্স লি. এর যৌথ উদ্যোগে জামালপুর নকশিকাঁথা ক্লাস্টারে বেসিক অ্যাকাউন্টিং এবং আনুষ্ঠানিক ব্যাংকিং শিক্ষা বিষয়ে ধারণা প্রদান বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-06-11

১১-১২ জুন ২০২৩ তারিখে এসএমই ফাউন্ডেশন ও আইডিএলসি ফাইন্যান্স লি. এর যৌথ উদ্যোগে জামালপুর নকশিকাঁথা ক্লাস্টারে বেসিক অ্যাকাউন্টিং এবং আনুষ্ঠানিক ব্যাংকিং শিক্ষা বিষয়ে ধারণা প্রদান বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। ৩০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় বিজ্ঞ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.টি.এম. মাঈদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এসএমই শাখা, ময়মনসিংহ ব্রাঞ্চ এবং জনাব নূর আলম সিদ্দিকী, সহকারী ব্যবস্থাপক, এসএমই শাখা, ময়মনসিংহ ব্রাঞ্চ। এসময় উপস্থিত ছিলেন জামালপুর নকশিকাঁথা ক্লাস্টারের প্রতিনিধি ও নাসিব জামালপুর শাখার সভাপতি জনাব শাহিনূর আলম এবং এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক জনাব আবু সালেহ মোঃ এমদাদুল্লাহ। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৩০জন উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দুইদিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে উদ্যোক্তাগণ বেসিক অ্যাকাউন্টিং এবং আনুষ্ঠানিক ব্যাংকিং বিষয়ে জ্ঞান লাভ করেন। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠানটির সাথে সরাসরি সম্পর্ক তৈরির পাশাপাশি ক্লাস্টারটিতে ঋণ প্রাপ্তি এবং ক্লাস্টার ফাইন্যান্সিং এর পথ সুগম হয়।