Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০২৪

২৮ এপ্রিল ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের এসএমই ক্লাস্টার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা আয়োজন ও ক্লাস্টারে তৈরি পণ্য প্রদর্শন।


প্রকাশন তারিখ : 2024-04-29

২৮ এপ্রিল ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের এসএমই ক্লাস্টার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা আয়োজন ও ক্লাস্টারে তৈরি পণ্য প্রদর্শন।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য জনাব মির্জা নুরুল গণী শোভন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, উপমহাব্যবস্থাপক জনাব আবু মঞ্জুর সাঈফ এবং জনাব সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া। মতবিনিময় সভায় ক্লাস্টারসমূহে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও সমাধানের উপায়সমূহ সম্পর্কে আলোচনা ও পরবর্তী অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়নে পরামর্শ গ্রহণ করা হয়। সারা দেশের এসএমই খাতের ২৮টি ক্লাস্টারের প্রায় ৪০জন উদ্যোক্তা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে ক্লাস্টার প্রতিনিধিগণ তাদের তৈরিকৃত পণ্য প্রদর্শন করেন। এসময় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন । দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাস্টার প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এ মতবিনিময় সভা এবং প্রদর্শিত পণ্যের ভূয়সী প্রশংসা করে তিনি উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়ের মাধ্যমে এসএমই খাতকে আরও শক্তিশালী করার আহবান জানান।