Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০২৫

১৮ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইনকিউবেটিদের দক্ষতা বৃদ্ধিতে মেন্টরশিপ’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-03-19

১৮ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইনকিউবেটিদের দক্ষতা বৃদ্ধিতে মেন্টরশিপ’ কর্মশালা আয়োজন।

হস্তশিল্পজাত পণ্যের কয়েকজন উদ্যোক্তার ব্যবসা স্কেলআপ করতে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও মার্কেট লিংকেজের সহায়তা প্রদান করে এসএমই ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার। ফলে তারা সফলভাবে ব্যবসা পরিচালনা করলেও কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীন হচ্ছেন। কর্মশালায় ওয়ান-টু-ওয়ান পরামর্শ সেশন, দলগত কর্মশালা এবং অগ্রগতি মূল্যায়নের মাধ্যমে সরাসরি ব্যবসায়িক সমস্যা সমাধানে ইনকিউবেটিদের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। কর্মশালায় মেন্টর ছিলেন জনাব মোস্তফা আহমেদ পিয়াস, ব্যবস্থাপনা পরিচালক, বিডি ক্রিয়েশন। এছাড়া সম্ভাবনাময় তিন জন ইনকিউবেটির পণ্য রপ্তানিতে সহায়তা করবেন বলে সংশ্লিষ্ট মেন্টর আশাবাদ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন।