Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪

৮-১২ ফেব্রুয়ারি ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর মৃৎশিল্প ক্লাস্টারে ‘পণ্যের বৈচিত্র বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন ডেভেলপমেন্ট ও মানোন্নয়ন’প্রশিক্ষণ আয়োজন। এই ক্লাস্টারে ফাউন্ডেশনের পক্ষ হতে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।


প্রকাশন তারিখ : 2024-02-12
৮-১২ ফেব্রুয়ারি ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর মৃৎশিল্প ক্লাস্টারে ‘পণ্যের বৈচিত্র বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন ডেভেলপমেন্ট ও মানোন্নয়ন’প্রশিক্ষণ আয়োজন। এই ক্লাস্টারে ফাউন্ডেশনের পক্ষ হতে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উল্লেখ্য, পিরোজপুর মৃৎশিল্প ক্লাস্টারে এসএমই ফাউন্ডেশনের উন্নয়ন কার্যক্রম গ্রহণের আগে উদ্যোক্তারা গতানুগতিক দই পাত্র, হালিম বাটি, পিঠার সাজ-সরাসহ মাত্র কয়েক ধরনের পণ্য তৈরি করতেন। ফাউন্ডেশনের উদ্যোগে গত অর্থবছরে মৃৎশিল্প খাতের অভিজ্ঞ ডিজাইনার প্রশিক্ষক দ্বারা এ ক্লাস্টার উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ক্রেতা আকর্ষণীয় পণ্য তৈরি ও বাজার সৃষ্টি ও মূল্যমান বৃদ্ধির নতুন আশার সঞ্চার হয়। বর্তমানের ক্লাস্টারটির পণ্যের চাহিদা বৃদ্ধি, নতুন নতুন বাজার সৃষ্টি ও পণ্যের মূল্য বৃদ্ধির এক অপার সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে এ শিল্প ক্লাস্টার পণ্যে ডিজাইন ও বৈচিত্র্যে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়।