১৮ সেপ্টেম্বর ২০২৩ রাজশাহীতে ফিন্যান্সিয়াল লিটারেসি নিশ্চিতকরণ ও নারীর আর্থিক ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় 'ফিন্যান্সিয়াল লিটারেসি' কর্মশালা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2023-09-20
১৮ সেপ্টেম্বর ২০২৩ রাজশাহীতে ফিন্যান্সিয়াল লিটারেসি নিশ্চিতকরণ ও নারীর আর্থিক ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় 'ফিন্যান্সিয়াল লিটারেসি' কর্মশালা আয়োজন।
কর্মশালায় ক্ষুদ্র ও মাঝারি নারী-উদ্যোক্তাদের জন্য ফিন্যান্সিয়াল লিটারেসি বৃদ্ধি, বিভিন্ন আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নারী-কেন্দ্রিক ফিন্যান্সিয়াল প্রোডাক্টসমূহের প্রদর্শনী, লার্নিং গেইম এবং নারীবান্ধব আর্থিক সেবা বাস্তবায়নে ক্ষুদ্র ও মাঝারি নারী-উদ্যোক্তাদের সাথে উন্মুক্ত আলোচনা আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. আবুল বাশারের সভাপত্বিতে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি ছিলেন জনাব মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন, জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং জনাব জেসন ল্যাম্ব, উপপরিচালক, ফিনান্সিয়াল সার্ভিসেস ফর দ্য পোর (এফএসপি)। উদ্বোধনী অনুষ্ঠানের পর অর্থায়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে আলোচক ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার। উল্লেখ্য, কর্মশালায় রাজশাহী বিভাগের প্রায় ১৫০জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং ১০টি ব্যাংক বিভিন্ন স্টলের মাধ্যমে নারী-কেন্দ্রিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসমূহের প্রদর্শনী করে।