৩০ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের ক্লাস্টারভিত্তিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরির লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে মৌলভীবাজারের বড়লেখা আগর আতর শিল্প ক্লাস্টার পরিদর্শন।
প্রতিনিধিদলে ছিলেন ফাউন্ডেশনের সরকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মোরশেদ আলম, উপব্যস্থাপক জনাব অসীম কুমার হালদার, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি জনাব দিনার সুলতানা, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জনাব রিমন রহমান, চ্যানেল ২৪-এর প্রতিনিধি জনাব রাকিব হোসেন আপ্র, ডেইলি সান-এর প্রতিনিধি জনাব মৌসুমী ইসলাম, দৈনিক সমকালের প্রতিনিধি জনাব জসিমউদ্দিন বাদল এবং দৈনিক বণিকবার্তার প্রতিনিধি জনাব ফারিন জাহান সিগমা। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ক্লাস্টারের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে অ্যাসোসিয়েশন সভাপতিসহ উদ্যোক্তা ও কর্মীদের সাথে মতবিনিময় করেন।