০৮ আগস্ট ২০২৩ তারিখে এসএমই ফাউন্ডেশনের আইসিটি বিষয়ক কার্যক্রমের বিষয়বস্তু উন্নয়ন শীর্ষক কর্মশালা ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আইসিটি অধিদপ্তরের প্রতিনিধি, ই-ক্যাব এসোসিয়েশনের প্রতিনিধি ও ফাউন্ডেশনের আইসিটি রিসোর্সপার্সনগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় ফাউন্ডেশনের ট্রেডবডিজ/এসোসিয়েশন জন্য আইসিটি সংশ্লিষ্ট কার্যক্রম, ফলোআপ, জেলা ভিত্তিক সেমিনার/ওয়ার্কশপ এর বিষয়বস্তু ও কার্যপদ্ধতির ওপর আলোচনা হয়। আইসিটি এক্সপার্টদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট আইসিটি বিষয়সমুহ উন্নয়ন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ড. মো: মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জনাব সালাহ উদ্দিন মাহমুদ, উপব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন জনাব ফারজানা খান, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। কর্মশালা সঞ্চালন করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। এছাড়াও এসএমই ফাউন্ডেশনের আইসিটি উইং এর কর্মকর্তা জনাব আশরাফুল আমিন, উপব্যবস্থাপক, জনাব মো: সাইফুর রহমান মানিক, উপব্যবস্থাপক ও জনাব মোঃ রেজাউল করিম, সহকারী ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।