২৪-২৫ ফেব্রুয়ারি ২০২৪ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ডব্লিউওটিও-আইটিসি-হাই লেভেল ইভেন্ট অন উইমেন অ্যান্ড ট্রেড কনফারেন্সে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে 'আইটিসি-শিট্রেডস বাংলাদেশ হাব'-এর প্রতিনিধিদলের অংশগ্রহণ।
প্রকাশন তারিখ
: 2024-02-26
২৪-২৫ ফেব্রুয়ারি ২০২৪ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ডব্লিউওটিও-আইটিসি-হাই লেভেল ইভেন্ট অন উইমেন অ্যান্ড ট্রেড কনফারেন্সে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে 'আইটিসি-শিট্রেডস বাংলাদেশ হাব'-এর প্রতিনিধিদলের অংশগ্রহণ।
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) আয়োজিত এই ডব্লিউওটিও ১৩তম মিনিস্ট্রিয়াল সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি জনাব মনোয়ারা হাকিম আলীসহ 'আইটিসি-শিট্রেডস বাংলাদেশ হাব'-এর ১৪জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনে Sustainable Start up প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের নারী-উদ্যোক্তাদের মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায় বাংলাদেশের প্রতিষ্ঠান Dr. Chashi সহ আরও ৫টি দেশ। চূড়ান্ত পর্বে বিজয়ী হয় ইন্দোনেশিয়া।
বিশ্বজুড়ে নারী-উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করা আইটিসি-শিট্রেডস এর ১৭টি হাব-এর প্রতিনিধিগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।