২৮জন উদ্যোক্তার অংশগ্রহণে প্রশিক্ষণের উদ্বোধন করেন জনাব অশোক কুমার চাকমা, নির্বাহী পরিচালক, মনোঘর ইন্সটিটিউট অফ টেকনোলজি, রাঙ্গামাটি।
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সেফ জনাব তাহমিনা আহমেদ বাণী এবং সেফ জনাব নাজিয়া ইসলাম।
প্রশিক্ষণে উদ্যোক্তাদেরকে ডেকোরেটিভ কেক, পিজ্জা, স্যান্ডউইচ, ডোনাট, হটডগ, প্লেন কেক, ব্রেড, বিস্কিট, সিঙ্গারা, সমুচা ইত্যাদি বেকারি পণ্য হাতে-কলমে প্রস্তুতকরণ শেখানো হয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।