২৬ সেপ্টেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক উদ্যোগ ও ফ্যাক্টরি ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞানার্জনে কারখানা পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
প্রকাশন তারিখ
: 2023-09-27
২৬ সেপ্টেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক উদ্যোগ ও ফ্যাক্টরি ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞানার্জনে কারখানা পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
যার উদ্দেশ্য হচ্ছে:
১. ইনকিউবেটি উদ্যোক্তাদের ব্যবসা অফিস ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান।
২. ফ্যাক্টরি সেট-আপ ও পরিচালনায় করণীয় বিষয়ে উপস্থাপনা।
৩. কাঁচামাল সংগ্রহ ও পণ্য তৈরির বিষয়ে জ্ঞানার্জন এবং
৪. সফল উদ্যোক্তাদের নিয়ে আলোচনা।
এ কার্যক্রমের আওতায় ইনকিউবেটিগণ গাজীপুরের কাশিমপুরের কুসুম কলি সু ফ্যাক্টরি এবং ঢাকার উত্তরার সেইফ ট্রেডিং কর্পোরেশন পরিদর্শন করে ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করেন। ইনকিউবেটিদের সাথে ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. মোস্তাফিজুর রহমান, জনাব মো. আব্বাস আলী ও সহকারী ব্যবস্থাপক জনাব নাজমুল ইসলাম অংশগ্রহণ করেন।