১৭-১৯ সেপ্টেম্বর, ২০২৪ এসএমই ফাউন্ডেশন এবং ব্র্যাক ব্যাংকের উদ্যোগে সিলেটে প্রান্তিক নারী-উদ্যোক্তাদের জন্য ‘ব্যবসায় ব্যবস্থাপনা ও ফাইন্যান্সিয়াল লিটারেসি’ প্রশিক্ষণ আয়োজন ।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে নারী-উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, বুক কিপিং এর প্রয়োজনীয়তা ও পদ্ধতি, ঋণ প্রাপ্তির জন্য আর্থিক স্বাক্ষরতা, ডকুমেন্টেশনের গুরুত্ব বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে ২৫জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
১৯ সেপ্টেম্বর ২০২৪ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। তিনি নারী-উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন এবং বলেন, ‘নারী-উদ্যোক্তাদের উন্নয়নে সার্বিক সহায়তা দিতে এসএমই ফাউন্ডেশন সর্বদা বদ্ধপরিকর’। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, সহকারী ব্যবস্থাপক জনাব ইমরাত-ই- জান্নাত ইমু, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্টাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল জব্বার জলিল এবং ব্র্যাক ব্যাংকের উইমেন এন্ট্রোপ্রেনার সেলের অ্যাসোসিয়েট ম্যানেজার কাজী ইসরাত জাহান ও বৃষ্টি ভৌমিক।