Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২২

২৮ সেপ্টেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের কিশোরগঞ্জের ভৈরব পাদুকা ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য স্থাপিত Common Service Center (CSC) পরিদর্শন।


প্রকাশন তারিখ : 2022-09-28

২৮ সেপ্টেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের কিশোরগঞ্জের ভৈরব পাদুকা ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য স্থাপিত Common Service Center (CSC) পরিদর্শন।

পিকেএসএফ কর্তৃক অর্থায়নকৃত এবং বেসরকারি সংস্থা 'পপি'-এর SEP প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত CSC এর ব্যবস্থাপক জনাব মো. বেলাল হোসেন সেন্টারের সেবাসমূহ সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করেন। এ সময় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ভৈরব পাদুকা ক্লাস্টারের জন্য আরো একটি উন্নত মানের Common Facility Center (CFC) স্থাপনের উদ্যোগের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, এ ধরনের ক্লাস্টার উন্নয়নে CFC স্থাপন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। প্রতিনিধিদলে ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, উপমহাব্যবস্থাপক জনাব আব্দুস সালাম সরদার ও জনাব সুমন চন্দ্র সাহা এবং ভৈরব পাদুকা সমবায় সমিতির সভাপতি জনাব মো. আল-আমিন মিয়া, সাধারণ সম্পাদক জনাব মো. সবুজ মিয়া।