২৭ ফেব্রুয়ারি ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালে ’এসএমই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বিকল্প অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতা সৃষ্টি’ কর্মশালা আয়োজন।
কর্মশালার উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব বিলকিস আহমেদ লিলি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) বরিশাল শাখার সদস্য সচিব জনাব সালেহীন সানি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. আমিনুর রহমান ঝান্ডা, এবং সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন মানিক।
বর্তমানে দেশে নানা ধরনের বিকল্প অর্থায়ন ব্যবস্থা চালু রয়েছে এবং নতুন নতুন ব্যবস্থা চালু হচ্ছে, যা মূলধনের টেকসই উৎস হিসেবে বিবেচিত। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব), বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব, বিসিক উদ্যোক্তা হাব, এন. কে. এম. ই-কমার্স সোসাইটি, এন. কে. এম. ইউথ অর্গানাইজেশন, এবং বিবিয়ানা যুব সংগঠন এর প্রতিনিধিবৃন্দের কাছে এসএমই উন্নয়নে বিকল্প অর্থায়ন ব্যবস্থায় অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও প্রচলিত বিভিন্ন বিকল্প অর্থায়ন ব্যবস্থা সম্পর্কিত ধারণা প্রদান করা হয়। কর্মশালায় সেশন পরিচালনা করেন ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা। কর্মশালায় ৩৫জন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।