Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

১৮ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২২-২৩’ আয়োজনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন এবং এসএমই চেম্বার-অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সাথে অনলাইনে মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-10-18

১৮ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২২-২৩’ আয়োজনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন এবং এসএমই চেম্বার-অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সাথে অনলাইনে মতবিনিময় সভা আয়োজন।

সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জনাব মো. সামসুল আরেফিন। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। সভায় রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, খুলনা, সিলেট ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রতিনিধি এবং রাজশাহী, দিনাজপুর, রংপুর, বরিশাল, যশোর, খুলনা, সিলেট এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২২-২৩’ আয়োজনে সর্বাত্মক সহোযোগিতা করার বিষয়ে বিভাগীয় এবং জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, সংশ্লিষ্ট বিভাগ ও জেলা চেম্বার, উইমেন চেম্বার এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর প্রতিনিধিবৃন্দ এবং ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।