Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০২৩

৩১ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশন এবং জার্মান উন্নয়ন সংস্থা Friedrich-Ebert-Stiftung (FES), Bangladesh-এর উদ্যোগে 'The Impact of 4IR on SMEs and Employment: Opportunities and Challenges' গবেষণা প্রতিবেদনের ওপর মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-10-31

৩১ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশন এবং জার্মান উন্নয়ন সংস্থা Friedrich-Ebert-Stiftung (FES), Bangladesh-এর উদ্যোগে 'The Impact of 4IR on SMEs and Employment: Opportunities and Challenges' গবেষণা প্রতিবেদনের ওপর মতবিনিময় সভা আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি'র অধ্যাপক ড. কাজী মুহাইমিন উস সাকিবের নেতৃত্বে পরিচালিত গবেষণা প্রতিবেদনের ওপর Knowledge Sharing অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার এবং FES Bangladesh-এর প্রোগ্রাম অ্যাডভাইজর জনাব আরিফা এস আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মো. মফিজুর রহমান। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, একাডেমিশিয়ান, গবেষক, বিভিন্ন চেম্বার-অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ গবেষণা প্রতিবেদনের ওপর তাদের মতামত ব্যক্ত করেন।