১১ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব এনার্জি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিএসআইআর)-এর সহযোগিতায় ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এনার্জি ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজন।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব এনার্জি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিএসআইআর)-এর কারিগরি সহযোগিতায় বিভিন্ন সেক্টরের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকায় ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এনার্জি ম্যানেজমেন্ট‘ সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ড. মোসা. হোসনে আরা বেগম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), বিসিএসআইআর এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মঞ্জুর মোর্শেদ আহমেদ, পরিচালক, ইনস্টিটিউট অব এনার্জি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিসিএসআইআর। কর্মশালায় বিভিন্ন সেক্টরের শিল্প খাতবিত্তিক এসএমই উদ্যোক্তা/ প্রতিনিধি, অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, সেক্টর বিশেষজ্ঞ, গবেষক, সংশ্লিষ্ট সরকারি দপ্তর/সংস্থার কর্মকর্তা ও অন্যান্য অংশীজনসহ ৬৫জন উদ্যোক্তা ও কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক করেন জনাব মুহাম্মদ শাহরিয়ার বাসার, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, বিসিএসআইআর। আলোচনায় উদ্যোক্তাদের দক্ষ এনার্জি ম্যানেজমেন্ট কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এ সম্পর্কিত প্রযুক্তি আত্তীকরণ উদ্বুদ্ধকরণের বিষয়ে বিভিন্ন বক্তব্য উঠে আসে। এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় ২টি এসএমই শিল্প প্রতিষ্ঠানে এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে আবিষ্কৃত যে কোন একটি টেকনোলজি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।