২৩ নভেম্বর-১৫ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ‘ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ডিজাইন (২য় ব্যাচ)’ প্রশিক্ষণ আয়োজন।
রংপুর, দিনাজপুর, টাংগাইল, মুন্সীগঞ্জ, নোয়াখালী, সিলেট, মাদারীপুরসহ কয়েকটি জেলার ৩০জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ইলাস্ট্রেশন, প্রিন্টিং, ডাইং, প্যাটার্ন, কস্টিং, প্রোডাক্ট প্রমোশন এবং মার্কেটিং বিষয়ে উদ্যোক্তাদের ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী। উদ্যোক্তোদের মাঝে অভিজ্ঞতা শেয়ার করেন এবং উদ্যোগের প্রতিকূল সময় কাটিয়ে ওঠার বিষয়ে ধারণা প্রদান করেন কে ক্রাফট এর কো পার্টনার জনাব খালিদ মাহমুদ খান । প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরন করেন এবং উদ্যোক্তাদের তৈরী পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান।