০৬ আগস্ট ২০২৩ ঢাকার সাভারের ভাকুর্তা আর্টিফিশিয়াল জুয়েলারি শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে 'অনলাইনে পণ্য প্রদর্শনী ও ওয়েবসাইট ব্যবহারে প্রায়োগিক শিক্ষা' কর্মশালা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2023-08-07
০৬ আগস্ট ২০২৩ ঢাকার সাভারের ভাকুর্তা আর্টিফিশিয়াল জুয়েলারি শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে 'অনলাইনে পণ্য প্রদর্শনী ও ওয়েবসাইট ব্যবহারে প্রায়োগিক শিক্ষা' কর্মশালা আয়োজন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক আবু সালেহ মো. এমদাদুল্লাহ এবং ভাকুর্তা বাজার ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিনসহ ক্লাস্টারের উদ্যোক্তাগণ। কর্মশালায় উদ্যোক্তাদের ওয়েবসাইটটির বিভিন্ন ফিচারের সাথে পরিচয় দেন টেক সলিউশনসের প্রধান প্রোগ্রামার আসাদুল্লাহ আল ইমরান। এসময় উদ্যোক্তারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলে পণ্য আপলোড করে। এই ওয়েবসাইটের মাধ্যমে উদ্যোক্তাদের তৈরি করা জুয়েলারি পণ্য প্রদর্শন তাদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।