২৩-২৮ ফেব্রুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় রংপুর বিভাগীয় এসএমই পণ্যমেলা ২০২৫ আয়োজন।
নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বিকাল ৪টায় রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মো. শহিদুল ইসলাম ইসলাম এনডিসি , বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব), রংপুর । সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক, রংপুর । বিশেষ অতিথি ছিলেন আবু সালেহ মো. আশরাফুল আলম, অ্যাডিশনাল ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোসা. নাজমা খাতুন সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন । অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। এসময় তাঁরা মেলায় অংশগ্রহণকারী এসএমই উদ্যোক্তাদের স্টলসমুহ পরিদর্শন করেন।
২৩-২৮ ফেব্রুয়ারি ২০২৫ প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা চলবে।