Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০২৩

৩০ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়া শাঁওইল হ্যান্ডলুম ক্লাস্টারে ‘আধুনিক ইয়ার্ন ডায়িং প্রযুক্তি আত্তীকরণ’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-12-04
৩০ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়া শাঁওইল হ্যান্ডলুম ক্লাস্টারে ‘আধুনিক ইয়ার্ন ডায়িং প্রযুক্তি আত্তীকরণ’ কর্মশালা আয়োজন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন জনাব মো. আবুল কালাম আজাদ, লেকচারার, ডাই অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ লিড, রিড কন্সালটেন্সি। প্যানেল আলোচক ছিলেন জনাব মো. আখতারুজ্জামান, সাসটেইনেবিলিটি ইঞ্জিনিয়ার, রিড কন্সালটেন্সি এবং জনাব হারুন-অর-রশিদ, মহাব্যবস্থাপক (সেলস ও মার্কেটিং), ব্র্যাডি সার্ভিসেস কো.। শাঁওইল হ্যান্ডলুম ক্লাস্টারের ৩৫জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রচলিত ইয়ার্ন ডায়িং পদ্ধতির উৎকর্ষ সাধন এবং যুগোপযোগী আধুনিক ইয়ার্ন ডায়িং প্রযুক্তি, প্রকারভেদ, সম্ভাবনা ও আত্তীকরণ চ্যালেঞ্জের ওপর আলোকপাত করা হয়।
আধুনিক ইয়ার্ন ডায়িং বিষয়ক টেকনোলজি ডেমনস্ট্রেশন সেন্টার (টিডিসি) স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ প্যানেল ২৯-৩০ নভেম্বর ২০২৩ ক্লাস্টারটির শিল্প কারখানা, ফরওয়ার্ড-ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ও আনুষঙ্গিক সুবিধাদি সরেজমিন পরিদর্শন এবং উদ্যোক্তা-অংশীজনদের সাথে মতবিনিময় করে।