২২ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তাদের অংশগ্রহণে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস পিএলসি’র কারখানায় এক্সপোজার ভিজিট ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন।
প্রকাশন তারিখ
: 2023-10-23
২২ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তাদের অংশগ্রহণে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস পিএলসি’র কারখানায় এক্সপোজার ভিজিট ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন।
কর্মসূচিতে যশোর ও বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত অনুশীলন উৎপাদন পদ্ধতি প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অটোমোবাইলস পিএলসির প্ল্যান্ট হেড জনাব সঞ্জয় ভালেরাও এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মেজর (রিয়াটার্ড) মির্জা গোলাম হাফিজ। পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব আবু মঞ্জুর সাঈফ এবং সহকারী ব্যবস্থাপক জনাব মেহেদী হাসান।
লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প বিভিন্ন প্রকার আমদানি বিকল্প যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ ও আনুষঙ্গিক উপকরণ উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বর্তমানে এই শিল্পে নিয়োজিত উদ্যোক্তাগণ অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে পণ্য উৎপাদন করছে। বিজ্ঞানসম্মত উৎপাদন কার্যক্রম অনুশীলনের মাধ্যমে আধুনিক ও যুগোপোযোগী পদ্ধতি ব্যবহার এবং যথাযথ টেস্টিং, সার্টিফিকেশন ও মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তারা মানসম্মত পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করবে ও পণ্যের নতুন বাজার খুজে পেতে সক্ষম হবে।