২৬-৩০ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে ‘ফাস্ট ফুড প্রিপারেশন অ্যান্ড প্রসেসিং’ প্রশিক্ষণ আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-12-31
২৬-৩০ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে ‘ফাস্ট ফুড প্রিপারেশন অ্যান্ড প্রসেসিং’ প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার, চাইনিজ রাইস ও ভেজিটেবল, চাইনিজ স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ টোস্ট, নাগেট, অন্থন, নান রুটি, গ্রিলড চিকেন, তান্দুরি চিকেন, চাউমিনসহ প্রায় ২০ প্রকারের আইটেম রেসিপিসহ তৈরি করে শেখানো হয়। এছাড়া খাদ্য নিরাপত্তা, হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে সেশন নেয়া হয়। ঠাকুরগাঁওয়ের ৩০জন নারী-উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এবং মহিলা সমিতির সভানেত্রী। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।