সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০২০
আনন্দমেলা.শপ (https://anondomela.shop/)
প্রকাশন তারিখ
: 2020-05-13
করোনায় বিশাল ক্ষতির মুখে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রায় লক্ষাধিক উদ্যোক্তা । প্রতিবছর পহেলা বৈশাখ আর ঈদে তাদের বিপুল পরিমান পণ্য কেনাবেচা হলেও এবারের অবস্থা একদমই বিপরীত । করোনার কারণে পণ্য কারখানায় থাকলেও ক্রেতার কাছে পৌঁছাতে পারছে না । আর এ কারণেই ইউএনডিপি বাংলাদেশ,একশপ এর সহায়তায়, "আনন্দমেলা" । এই আনন্দমেলায় যেকেউ খুব সহজেই ঘরে বসে সরাসরি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছ থেকে তাদেরই উৎপাদিত পণ্য কিনতে পারবেন । আসুন তাদের এই দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়াই ।
https://anondomela.shop/
চেয়ারপার্সন
জাকিয়া সুলতানা
সিনিয়র সচিব
শিল্প মন্ত্রণালয়
ব্যবস্থাপনা পরিচালক
আনোয়ার হোসেন চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক
কেন্দ্রীয় ই-সেবা
সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর