সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪
২৫ আগষ্ট ২০২৪ এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নারী-উদ্যোক্তা উন্নয়নে SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচির আওতায় ঋণ প্রস্তাবনা বিষয়ে আবাসিক প্রশিক্ষণের কোর্স আউটলাইন তৈরির জন্য অভিজ্ঞ ব্যাংকারদের অংশগ্রহণে কর্মশালা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-08-25
২৫ আগষ্ট ২০২৪ এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নারী-উদ্যোক্তা উন্নয়নে SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচির আওতায় ঋণ প্রস্তাবনা বিষয়ে আবাসিক প্রশিক্ষণের কোর্স আউটলাইন তৈরির জন্য অভিজ্ঞ ব্যাংকারদের অংশগ্রহণে কর্মশালা আয়োজন।
এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নারী-উদ্যোক্তা উন্নয়নে SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচি বাস্তবায়নাধীন। কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ছয় ধাপে বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। তম্মধ্যে উল্লেখযোগ্য, প্রশিক্ষণ এবং নিয়মিত কোচিংয়ের মাধ্যমে নারী-উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে উপযু্ক্ত করে গড়ে তোলা ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ প্রাপ্তি নিশ্চিত করা, নারী-উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান ও নিয়মিত পরামর্শ সেবার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, জাতীয় এবং আঞ্চলিক বিভিন্ন মেলায় অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা ও পরামর্শ সেবার মাধ্যমে পণ্যের বাজার সংযোগে সহায়তা, কর্মসূচির সহায়তায় ঋণ পেয়েছেন এমন নারীদের অভিজ্ঞায় অন্যদের অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে কর্মশালা আয়োজন, নতুন নারী-উদ্যোক্তাকে ব্যবসায়ের মৌলিক ধারণা প্রদানের মাধ্যমে পরিকল্পনা মাফিক ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করা ইত্যাদি।
২৫ আগষ্ট ২০২৪ কর্মসূচির আওতায় ঋণ প্রস্তাবনা বিষয়ে আবাসিক প্রশিক্ষণের কোর্স আউটলাইন তৈরির জন্য অভিজ্ঞ ব্যাংকারদের অংশগ্রহণে এসএমই ফাউন্ডেশনের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কোর্স আউটলাইন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং লংকাবাংলা ফাইন্যান্স এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম লিড জনাব ইজলাল মঈন হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব রত্না মারিয়া রোজারিও এবং ডেভলার্ন কনসালটেন্সি’র কনসালটেন্ট ও এসএমই ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক
আনোয়ার হোসেন চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক
কেন্দ্রীয় ই-সেবা
সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর