২৭ নভেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার মিরপুর বেনারসি ক্লাস্টার পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-11-28
২৭ নভেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার মিরপুর বেনারসি ক্লাস্টার পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।
সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক জনাব রাহুল বড়ুয়া এবং বাংলাদেশ বেনারসি ওয়েলফেয়ার কমিটির সভাপতি জনাব জয়নাল আবেদীন (লাল্লু), সাধারণ সম্পাদক জনাব মো. শামীম আখতার সিদ্দিকীসহ উদ্যোক্তাবৃন্দ। সভায় উদ্যোক্তাগণ বেনারসি শিল্পকে সমৃদ্ধ ও বহুমূখীকরণে পণ্যের ডিজাইন ও বৈচিত্র্যকরণ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আলোচনা ও চাহিদার ভিত্তিতে আরও নিবিড়ভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন। এছাড়া তিনি ভাসানটেকের পূর্ব ঘোষিত বেনারসি পল্লীতে স্থায়ী জায়গা সম্পর্কিত দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে ক্লাস্টার নেতৃবৃন্দের মাননীয় শিল্প মন্ত্রণালয়ের উপেদেষ্টা এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সমাধানের পরামর্শ প্রদান করেন এবং এ বিষয়ে এসএমই ফাউন্ডেশন থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। মিরপুর বেনারসি ক্লাস্টারটিতে বেনারসি, কাতান, ফুলকলি ইত্যাদি শাড়ি তৈরি করা হয় এবং বেনারসি পণ্যের বৈচিত্র্যকরণে এসএমই ফাউন্ডেশনের উচ্চতর প্রশিক্ষণ প্রদানের ফলে বর্তমানে টাই, বটুয়া, পার্স, পাগড়ি, কটিসহ বিভিন্ন নতুন নতুন পণ্য উৎপাদন করছে। ক্লাস্টারটিতে আনুমানিক ১০০০ শ্রমিক কর্মরত আছে।