Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২২

০৪ সেপ্টেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশন এবং TFO Canada-এর যৌথ উদ্যোগে পরিচালিত 'Women in Trade for Inclusive and Sustainable Growth' প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত `জেন্ডার অ্যাকশন প্লান' বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-09-04
০৪ সেপ্টেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশন এবং TFO Canada-এর যৌথ উদ্যোগে পরিচালিত 'Women in Trade for Inclusive and Sustainable Growth' প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত `জেন্ডার অ্যাকশন প্লান' বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার সভা আয়োজন।
প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে পরামর্শক নিলুফার আহমেদ করিমের তত্ত্বাবধায়নে TSIs বিশেষতঃ নারী-উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে, এমন ৭টি প্রতিষ্ঠানের (এসএমই ফাউন্ডেশন, CWCCI, WEND, বাংলাক্রাফট, WEA, WEO এবং BAPA) খসড়া `জেন্ডার অ্যাকশন প্ল্যান' প্রস্তুত করা হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান। TFO Canada, সংশ্লিষ্ট ৭টি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ/প্রতিনিধি এবং পরামর্শকসহ ১৭জন অংশীজন/অতিথি সভায় অংশগ্রহণ করেন।