Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৪

২০ জুন ২০২৪ এসএমই উদ্যোক্তাদের জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সক্ষম করে তোলার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপি'র মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-06-20

২০ জুন ২০২৪ এসএমই উদ্যোক্তাদের জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সক্ষম করে তোলার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপি'র মতবিনিময় সভা আয়োজন।

এজন্য টেকসই এবং উদ্ভাবনী অর্থায়ন কৌশল প্রণয়ন ও যুৎসই অর্থায়ন ব্যবস্থা চালু করার লক্ষ্যে গবেষণা পরিচালনা করা হবে এবং পরবর্তীতে পাইলট আকারে অর্থায়ন ব্যবস্থা চালু করা হবে। ফলে এসএমই উদ্যোক্তাগণ, বিশেষ করে বিরূপ জলবায়ু প্রবণ এলাকার ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাগণ নিজেদের পরিবেশবান্ধব ও অভিযোজনক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যয় সংকুলান করতে সক্ষম হবেন। ব্যাংককভিত্তিক ইউএনডিপি’র আঞ্চলিক অফিস এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। সভায় ইউএনডিপির প্রতিনিধিদলে ড. মালিহা মুজ্জাম্মেল, ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট, মমতা কেহিল, রিজিওনাল ইনক্লুশন অ্যান্ড এডাপটেশন স্পেশালিস্ট ও ফারজানা রহমান, প্রোগ্রাম অফিসার, ক্লাইমেট ফাইনান্স এবং এসএমই ফাউন্ডেশনের জনাব মো. নাজিম হাসান সাত্তার, উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।